বরগুনায় আ’লীগ নেতাকে নারীর জুতাপেটার ভিডিও ভাইরাল
আওয়ামী লীগ নেতা শাহ আলমকে জুতাপেটা করছেন এক নারী
বরগুনায় সদর উপজেলার নলটোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলমকে এক নারীর জুতাপেটার ভিডিও ভাইরাল হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে একটি কক্ষে একজন নারী ও শাহ আলমকে দেখা যায়। ওই কক্ষে আরও তিন যুবকও ছিলেন। এ সময় নারীকে জড়িয়ে শাহ আলমের সঙ্গে তাদের কথোপকথন চলে।
আরেকটি ভিডিওতে দেখা যায়, কথা বলার এক পর্যায়ে ওই নারী পা থেকে জুতা খুলে শাহ আলমকে পেটাতে থাকেন। এ সময় কক্ষে থাকা অন্যরা ওই নারীকে বাধা দেন।
খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার রাত ৮টার পর বরগুনা পৌর শহরের ডিকেপি সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে নলটোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম বলেন, ‘এটা একটা ষড়যন্ত্র। আমাকে আটকে রেখে টাকা লুটপাট করেছে তারা। বোরকা পরা এক নারী দ্বারা আমাকে চার-পাঁচটা বাড়িয়ে দিয়ে বলছে, টাকা দিবি, না দিলে চালান করে দিবো। পরে আমার কাছে থাকা টাকা নিয়ে ছেড়ে দেয় তারা। এ সময় আমার কাছে ৩ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এরা কারা আমি চিনি না। ওই নারীকেও আমি চিনি না।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ওলি উল্লাহ ওলি জাগো নিউজকে বলেন, ‘আমি এখনো এরকম কোনো ভিডিও দেখিনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখবো। যদি শাহ আলম কোনো অনৈতিক কাজে জড়িয়ে থাকেন সে দায় সংগঠন নিবে না।
বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জাগো নিউজকে বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসজে/এএসএম