ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝড়ে পন্টুন ক্ষতিগ্রস্ত, কিশোরগঞ্জের ধনু নদীতে ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১২ এপ্রিল ২০২২

মাঝ রাতের ঝড়ে কিশোরগঞ্জ-মিঠামইন সড়কের করিমগঞ্জ উপজেলার বালিখোলায় পন্টুন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল থেকে ধনু নদীতে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

এছাড়া মিঠামইনের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী আছানপুর ফেরিও বন্ধ রাখা হয়েছে। এতে হাওরের অলওয়েদার সড়কের সঙ্গে সব ধরনের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ঋতেষ বড়ুয়া। তিনি বলেন, সোমবার মাঝরাতে প্রচণ্ড ঝড়ে বালিখোলা ফেরির নদীর পূর্বপাড়েরে পন্টুনের শেকল ছিঁড়ে যায়। এতে বাতাসের বেগে পন্টুন কিছুটা দূরে সরে যায়। ফলে মঙ্গলবার ভোর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

সওজের নির্বাহী প্রকৌশলী জানান, ক্ষতিগ্রস্ত পন্টুন মেরামত করতে দুপুরের দিকে একটি ক্রেন সেখানে যাত্রা শুরু করেছে। তবে মিঠামইন হয়ে আসায় সেখানে পৌঁছাতে দেরি হচ্ছে। বিকেল নাগাদ ফেরি চলাচল শুরু করা যাবে বলে আশা করছি।

নূর মোহাম্মদ/এসজে/জিকেএস