ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্বাভাবিক হলো হিলি স্টেশনের কার্যক্রম

হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০৯:২২ পিএম, ১২ এপ্রিল ২০২২

দিনাজপুরের হিলি রেলস্টেশনে ক্লোজডাউন (সব কার্যক্রম বন্ধ) প্রত্যাহার করা হয়েছে। রোববার (১১ এপ্রিল) থেকে ক্লোজডাউন প্রত্যাহার করে নেওয়া হয়। ফলে ফের সচল হলো হিলি স্টেশনের কার্যক্রম।

হিলি রেলওয়ে স্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে চলতি মাসের ৩ তারিখ জনবল সংকট দেখিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ স্টেশনটিকে ক্লোজডাউন ঘোষণা করে। ওইদিন থেকে স্টেশনের সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল।

স্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী জানান, বিভিন্ন সমস্যার কারণে দীর্ঘদিন থেকে এখানে অনেক ট্রেন দাঁড়ায় না। দু-একটি ট্রেন দাঁড়াই। আর বেশিরভাগ রেল কোচিংয়ের সময় দুই নম্বর লাইন ব্যবহার করা হয়। কয়েকদিন আগে ক্লোজডাউন করার ফলে উত্তরের বিরামপুর এবং দক্ষিণে পাঁচবিবি থেকে স্টেশনের কার্যক্রম পরিচালনা করা হতে।

তিনি বলেন, বিভিন্ন কারণে কর্তৃপক্ষ স্টেশনের ক্লোজডাউন প্রত্যাহার করে নিয়েছে। এখন থেকে ট্রেন ১ নম্বর প্ল্যাটফর্মের লাইনে দাঁড়িয়ে প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে।

মো. মাহাবুর রহমান/এসআর/এএসএম