ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাসচাপায় বৃদ্ধার মৃত্যু, বেঁচে গেলো নাতি

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০৩:২৭ পিএম, ১৩ এপ্রিল ২০২২

বরগুনার বামনায় বেপরোয়া গতির একটি বিআরটিসি বাসের চাপায় হালিমা বেগম (৭৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে পাথরঘাটা-বরিশাল সড়কে উপজেলার পূর্ব চালিতাবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হালিমা বেগম পার্শ্ববর্তী বাজিয়াখালী এলাকার মৃত আ. গনী হাওলাদারের স্ত্রী।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশিরুল আলম।

jagonews24

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হালিমা বেগম রাস্তা পার হওয়ার সময় বরিশাল থেকে পাথরঘাটাগামী একটি বিআরটিসি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বামনা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান চৌধুরি কামরুজ্জামান ছগির জাগো নিউজকে বলেন, নাতিকে (শিশু) রাস্তা পার করাচ্ছিলেন হালিমা বেগম। এসময় বেপরোয়া গতির যাত্রীবাহী একটি বিআরটিসি বাস তাকে চাপা দেয়। এতে তার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে রাস্তায় ছিটকে পড়ে এবং ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। তবে নিহত নারীর নাতি অক্ষত আছে।

বামনা থানার ওসি বশিরুল আলম জাগো নিউজকে বলেন, বিআরটিসি বাসটি পুলিশ হেফাজতে আছে। বাসের চালক-হেলপার পলাতক। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসআর/এএসএম