বরগুনায় বাবাসহ ছাত্রলীগ নেতা কারাগারে
ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান দুরন্ত
বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে বরগুনা মুখ্য বিচারিক হাকিম মাহবুবুর রহমান এ আদেশ দেন।
তারা হলেন- সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের জাহাঙ্গীর ঘরামী ও তার ছেলে ফুলঝুরি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান দুরন্ত।
আদালতের কোর্ট ইন্সপেক্টর কামাল হোসেন বলেন, সকালে আসামিদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও বেতাগী সার্কেল) মেহেদী হাছান বলেন, ১৯ মার্চ রাতে স্ত্রী-সন্তান ও স্বজনদের নিয়ে কুয়াকাটা থেকে মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী সাইদুর রহমান। পথে ফুলঝুরি ইউনিয়নের ছোট গৌরিচন্না এলাকায় গাড়ি আটকে লুটপাট চালান ছাত্রলীগ সভাপতি ও তার সহযোগীরা। এ সময় তিনজনকে কুপিয়ে জখম করে তিন লাখ ২৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যান। রাতেই স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পরদিন দুরন্ত ও তার বাবা জাহাঙ্গীর ঘরামীসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী পরিবার। মামলার পর থেকে তারা পলাতক ছিলেন। পরে বুধবার সকালে বেতাগী উপজেলার মন্নানের হাট এলাকায় অভিযান চালিয়ে দুরন্ত ও তার বাবাকে গ্রেফতার করা হয়।
আরএইচ/এএসএম