ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বালিয়াকান্দিতে বর্ষবরণে ঘোড়দৌড় প্রতিযোগিতা

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৯:১৭ পিএম, ১৪ এপ্রিল ২০২২

পহেলা বৈশাখে রাজবাড়ীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে জেলার বালিয়াকান্দি উপজেলার চত্রার বিলের মাঠে এ প্রতিযোগিতার আয়োজন হয়।

প্রতিযোগিতার আয়োজক স্থানীয় ইউপি সদস্য মো. খায়রুল ইসলাম জানান, ৯ জোড়া ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। এসময় দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ প্রতিযোগিতা দেখতে ভিড় জমায়।

বালিয়াকান্দিতে বর্ষবরণে ঘোড়দৌড় প্রতিযোগিতা

প্রতিযোগিতায় মাগুরার মহম্মদপুর উপজেলার সিন্দাইল গ্রামের মোক্তার মোল্লার ঘোড়া প্রথম, একই উপজেলার গোপালনগর গ্রামের ফুল মিয়ার ঘোড়া দ্বিতীয় ও মোক্তার মোল্লার আরেকটি ঘোড়া তৃতীয় স্থান অধিকার করে।

বালিয়াকান্দিতে বর্ষবরণে ঘোড়দৌড় প্রতিযোগিতা

তিনি আরও বলেন, প্রাচীন বাংলার ঐতিহ্য ধরে রাখতে পহেলা বৈশাখে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। হাজার হাজার মানুষ প্রতিযোগিতা উপভোগ করেছেন।

এ সময় জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম মিয়া মোড়ল, ইউপি সদস্য খোকন, সামছুল ইসলামসহ অনেক উপস্থিত ছিলেন।

রুবেলুর রহমান/আরএইচ/জেআইএম