গরু কিনতে যাওয়ার পথে দুই ব্যবসায়ী নিহত
ফাইল ছবি
সাতক্ষীরার পাটকেলঘাটায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার (১৮ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এর আগে ভোরে সাতক্ষীরা-খুলনা সড়কের কুমিরা বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন তারা।
নিহত ব্যক্তিরা হলেন-সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা গ্রামের আহসানউল্লাহর ছেলে ইয়াসিন আলী (৩০) ও আগরদাঁড়ি ইউনিয়নের আগরদাঁড়ি গ্রামের কোমরউদ্দিন সরদারের ছেলে লাল্টু সরদার (২৮)। তারা পেশায় গরুর ব্যবসায়ী।
নিহত দুজনের মধ্যে ইয়াসিন আলী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও লাল্টু খুলনা ২৫০ শয্যা হাসপাতালে মারা যান।
নিহত ব্যক্তিদের পরিবারের বরাত দিয়ে শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, ইয়াসিন আলী ও লাল্টু সরদার পিকআপে চড়ে বাগেরহাট জেলার ফকিরহাটে গরু কিনতে যাচ্ছিলেন।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, কুমিরা বাসস্ট্যান্ডে বাগেরহাটগামী পিকআপের সঙ্গে সাতক্ষীরাগামী একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই দুই ব্যক্তি গুরুতর জখম হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দুপুর ১টার দিকে ইয়াসিন আলী ও দেড়টার দিকে লাল্টু মারা যান।
আহসানুর রহমান রাজীব/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকের এক বছর কারাদণ্ড
- ২ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ৩ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৪ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৫ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’