কক্সবাজারে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত
ফাইল ছবি
কক্সবাজারের চকরিয়ায় ডাম্প ট্রাকচাপায় মাহিয়া জন্নাত জুলি (১৬) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার বদরখালী-মহেশখালী সড়কের লাল ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঈদমনি এলাকার মমতাজ উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানান, সকালে ব্যাটারিচালিত ইজিবাইকে করে ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিলো মাহিয়া জন্নাত। গাড়িটি বদরখালী-মহেশখালী সড়কের লাল ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক ইজিবাইকে ধাক্কা দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে মাহিয়া জন্নাত মারা যান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, মরদেহ উদ্ধার করে ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।
সায়ীদ আলমগীর/আরএইচ/এএসএম