ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রংপুরে বিচারকের বিরুদ্ধে স্ত্রীর মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক | রংপুর | প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ১৯ এপ্রিল ২০২২

রংপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক দেবাংশু কুমার সরকারের বিরুদ্ধে নারী নির্যাতন দমন আইনে মামলার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে বিচারকের স্ত্রী ডা. হৃদিতা সরকার বাদী হয়ে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১-এ মামলার আবেদনটি করেন।

আদালতের বিচারক মো. রোকনুজ্জামান এ বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবার (২১ এপ্রিল) দিন ধার্য করেছেন।

মামলার আবেদনে যৌতুকের জন্য শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার রফিক হাসনাইন এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাদী রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে নালিশি মামলার আবেদন করেছেন। বিচারক এ বিষয়ে শুনানির জন্য ২১ এপ্রিল তারিখ নির্ধারণ করেছেন। এদিন বাদীর জবানবন্দি গ্রহণসহ পরবর্তী পদক্ষেপ নেবেন আদালত।

জিতু কবীর/এসআর/এমএস