জিলাপি তৈরিতে কাপড়ের রঙের ব্যবহার, জরিমানা
অভিযান পরিচালনা করছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাপড়ের রং ব্যবহার করে জিলাপি তৈরির অভিযোগে বন্ধু সুইটমিট অ্যান্ড হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ বিষয়ে সেলিমুজ্জামান বলেন, সদর উপজেলার সিদ্ধিরগঞ্জর সোনামিয়া বাজার এলাকায় কাপড়ের রং ব্যবহার করে জিলাপি তৈরি এবং অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরির দায়ে বন্ধু সুইটমিট হোটেলকে দুটি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভোক্তাদের সচেতন করার জন্য লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।
রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্ক্রাপবাহী লরি উল্টে ৫ কিলোমিটার যানজট
- ২ মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে ৭ হাজার ইয়াবাসহ আটক ৩
- ৩ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে
- ৪ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ৫ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের