কালবৈশাখী ঝড়ে লক্ষ্মীপুরে গাছচাপায় বৃদ্ধের মৃত্যু
লক্ষ্মীপুরের রায়পুরে কালবৈশাখী ঝড়ে নারিকেল গাছচাপা পড়ে রুহুল আমিন (৬৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২০ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে।
রুহুল আমিন ওই গ্রামের হানিফ মাঝি বাড়ির বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৭টার দিকে ঝড় শুরু হয়। এ সময় রুহুল আমিন বাড়ির পাশের দোকানে যান। সেখান থেকে ফেরার পথে প্রচণ্ড ঝড়ে নারিকেল গাছ পড়ে তার ওপর। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড়িতে তার দুই ছেলে রয়েছে। তারা বুদ্ধি প্রতিবন্ধী।
কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর বেগম রেখা বলেন, খবর পেয়ে পরিষদের সদস্যদের নিয়ে ঘটনাস্থল গিয়েছি। হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। থানা পুলিশের সঙ্গে কথা হয়েছে। মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
কাজল কায়েস/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকের এক বছর কারাদণ্ড
- ২ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ৩ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৪ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৫ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’