ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঈদযাত্রা: ঢাকা-আরিচা মহাসড়কে উন্নয়ন কাজই হতে পারে ভোগান্তির কারণ

মাহফুজুর রহমান নিপু | প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২০ এপ্রিল ২০২২

আট লেনের উন্নয়ন কাজ চলছে ঢাকা-আরিচা মহাসড়কে। এ উন্নয়ন কাজই এবার হতে পারে ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তির কারণ। চালকরা বলছেন, অন্যান্যবারের চেয়েও এবার কয়েকগুণ বেশি যানজট হতে পারে। তবে ভোগান্তি এড়াতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

ঢাকা-আরিচা মহাসড়কের কয়েকটি পয়েন্ট ঘুরে দেখা যায়, সাভারের আমিনবাজার থেকে ধামরাইয়ের কালামপুর পর্যন্ত চলছে আট লেন প্রশস্তকরণের কাজ। কোথাও কোথাও ৭০ শতাংশ কাজ শেষ হলেও অনেক জায়গায় হয়েছে ৫০ শতাংশের নিচে। সড়কের পাশেই পড়ে আছে সড়ক উন্নয়নের জন্য ব্যবহৃত ইট, বালুসহ নির্মাণসামগ্রী। কোথাও কালভার্ট ও সেতু নির্মাণকাজ চলছে। কোথাও আবার দখল হয়ে আছে ফুটপাত। সড়কের বিভিন্ন ব্যস্ত পয়েন্টে যত্রতত্র গড়ে উঠেছে পরিবহন স্ট্যান্ড।

jagonews24

পলাশ পরিবহনের গাড়িচালক বাবুল মিয়া। এ সড়কে তিনি দীর্ঘদিন গাড়ি চালাচ্ছেন। সেই অভিজ্ঞতার আলোকে বাবুল মিয়া জাগো নিউজকে বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এবার যানজট থাকবে। এর কারণ হলো সড়কের চলমান উন্নয়নকাজ আর সড়ক দখল। তার ধারণা, মহাসড়কের আমিনবাজার, হেমায়েতপুর, থানা রোড, সাভার বাসস্ট্যান্ড, রেডিও কলোনি, নবীনগরসহ ধামরাইয়ের কিছু এলাকায় যানজট তীব্র হবে।

ধামরাই-গুলিস্থান বাসের চালক কামরুল জাগো নিউজকে বলেন, ‘এখনই কয়েক পয়েন্টে প্রায় দিনই জটলা থাকছে। ঈদ চাপ পড়লে তা ভয়াবহ রূপ নিতে পারে।’

jagonews24

এ বিষয়ে ঢাকা জেলা (উত্তর) ট্রাফিক পুলিশের পরিদর্শক আব্দুস সালাম জাগো নিউজকে জানান, যানজট নিরসনে তাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।

মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী নাইমুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঈদ সামনে রেখে কাজ চলা অংশে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। যানবাহনের চলাচলে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেজন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

এসআর/জিকেএস