কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা স্থগিতাদেশ পাঁচমাস পর প্রত্যাহার করেছে কেন্দ্রীয় কমিটি।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
গত বছর ১১ অক্টোবর রাতে কুড়িগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নিতে আসা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিকের সামনে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আহত হন।
ওই বছরের ১৯ নভেম্বর শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের অভিযোগে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। সে সময় বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে কেন বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব সাত কার্যদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে কেন্দ্রীয় দফতর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
মাসুদ রানা/এসজে/এমএস