উপহারের ঘর পেয়ে নুরজাহানের হাসি
তৃপ্তির হাসিটি নোয়াখালীর কোম্পানীগঞ্জের প্রত্যন্ত গ্রামের হতদরিদ্র নূরজাহান বেগমের (৩৭)। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে চরপার্বতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে পুলিশের দেওয়া উপহারের ঘরের চাবি পেয়ে খুশিতে এমন হাসি দেন পাঁচ সন্তানের অসহায় জননী স্বামীহারা নুরজাহান।
আট বছর আগে দুর্বৃত্তদের হামলায় নুরজাহানের স্বামী মারা যায়। এরপর থেকে মানুষের বাসা-বাড়িতে কাজ করে আবার কখনো কাজ না পেয়ে ভিক্ষা করে জীবন চলছে এ নারীর। থাকার নিজস্ব ঘরও নেই তার।
বড় ছেলে জাহেদুল ইসলাম বিয়ে করে বউ নিয়ে শ্বশুরবাড়ি চলে গেছেন। অন্য ছেলে আরাফাত (১১) রয়েছে এতিমখানায়। মেয়েটি (৯) মাদরাসায় পড়ছে।
আবেগাপ্লুত নুরজাহান বেগম জাগো নিউজকে বলেন, ‘যেখানে দুবেলা খাবারই জোটে না সেখানে নিজের জমিতে বিদ্যুৎ সংযোগসহ আধাপাকা বাড়িতে থাকতে পারবো, তা কখনো কল্পনাতেও আসেনি। ঘর পেয়ে আমি যে কত খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না।’

ঘর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ, নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলামসহ কোম্পানীগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ জানান নুরজাহান বেগম।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতী খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোর্তাহীন বিল্লাহ, কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) এস এম মিজানুর রহমান প্রমুখ।
পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, গৃহহীন পরিবারের জন্য এ ঘরটি সুন্দরভাবে বুঝিয়ে দিতে পেরে আমরা গর্বিত। এ সময় তিনি সবার কাছে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সবার জন্য দোয়া কামনা করেন।
ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকের এক বছর কারাদণ্ড
- ২ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ৩ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৪ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৫ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’