ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টেকনাফ উপজেলা পরিষদের প্রধান সহকারী ইয়াবাসহ গ্রেফতার

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২২ এপ্রিল ২০২২

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং বাজার এলাকায় অভিযানে চালিয়ে টেকনাফ উপজেলা পরিষদের প্রধান সহকারী (সিএ) সৈয়দ হোসেন মামুনসহ দুজনকে ইয়াবাসহ আটক করেছে র‌্যাব-১৫। পরে মামলা দিয়ে তাদের গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতাররা হলেন- টেকনাফ উপজেলার সাবরাং ইউপির সৈয়দ হোসেন মামুন (৩৭) ও একই এলাকার মো. ইসমাইল (২৫)।

এর আগে বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে সাবরাং ইউনিয়ন পরিষদের সিকদারপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

jagonews24

তিনি জানান, র‌্যাবের একটি আভিযানিক দল জানতে পারে টেকনাফ সাবরাং ইউনিয়নের সিকদারপাড়া বাজারের ভাই ভাই মার্কেট মেসার্স মাস্টার জহির অ্যান্ড সন্স ট্রেডার্স এলাকায় মাদক কেনাবেচা হবে। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে দুজনকে আটক করা হয়। এসময় আটক ব্যক্তিদের হেফাজতে থাকা গ্যাস সিলিন্ডারের ভেতর বিশেষ কায়দায় লুকানো ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় মামলা হয়েছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম বলেন, সৈয়দ হোসেন মামুন টেকনাফ উপজেলা পরিষদের সিএ হিসেবে কর্মরত আছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আমার সঙ্গে অফিস করেছে মামুন। আমার ধারণা, তিনি ষড়যন্ত্রের শিকার। তবে আমরাও এ বিষয়ে তদন্ত করে দেখবে তার সম্পৃক্ততা আছে কি না।

সায়ীদ আলমগীর/এমআরআর/এএসএম