সাতক্ষীরায় আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অভিযান চালিয়ে ট্রাকভর্তি আড়াই কোটি টাকার ভারতীয় থ্রি-পিস, শাড়ি ও চুনাপাথর আটক করেছে বিজিবি। সোমবার ভোরে কলারোয়া উপজেলার মুরারিকাটি এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়। 20160118090929.jpg)
সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো. আরমান হোসেন জাগো নিউজকে বলেন, হাবিলদার বারেকের নেতৃত্বে কলারোয়া উপজেলার মুরারিকাটি এলাকায় চোরাচালানের মালামাল বহনকারী একাধিক নম্বরের প্লেট লাগানো একটি ট্রাককে আটক করে বিজিবি। তবে ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। পরে ট্রাকটি তল্লাশি চালিয়ে ভারতীয় থ্রি-পিস, শাড়ি ও চুনাপাথর জব্দ করা হয়। যার মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।
এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন