ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মহেশখালীতে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৪:০৪ এএম, ২৪ এপ্রিল ২০২২

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতাররা হলেন— উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ফকিরজুমপাড়ার মোহাম্মদ আমিনের ছেলে রশিদ মিয়া (৩৪) ও মোহাম্মদ আব্বাস (৪০), একই এলাকার আমিনের ছেলে কলিমউল্লাহ (২৫)। র‌্যাবের দাবি, তারা চিহ্নিত সন্ত্রাসী।

শনিবার (২৩ এপ্রিল) বিকেলে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. বিল্লাল উদ্দিন।

এএসপি বিল্লাল উদ্দিন জানান, কতিপয় অস্ত্রধারী কালারমারছড়া ইউনিয়নের ফকিরজোম মোস্তাক বাপের বাড়ির পাহাড়ের টিলায় অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে সেখানে অভিযান চালায় র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল। অভিযানে দেশীয় অস্ত্রসহ রশিদ, আব্বাস ও কলিমউল্লাহকে আটক করা হয়। তাদের হেফাজতে থাকা পাঁচটি দা, একটি ছোরা, দু’টি কুড়াল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করতে মহেশখালী থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এমএএইচ/