ফুটবল ক্লাবের ঘরে পড়েছিল অটোরিকশা চালকের মরদেহ
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জে একটি ফুটবল ক্লাবের তালাবদ্ধ কক্ষে আব্দুর রাকিব (৪৫) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্বার করেছে পুলিশ।
সোমবার (২৫ এপ্রিল) দুপুরে জেলা শহরের নিমতলা এলাকার নবারুণ সংঘ নামের ফুটবল সংগঠনের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে দুপুর ১২টার দিকে ক্লাবের ঘরে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
আব্দুর রাকিব নিমতলা এলাকার মো. নইমুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। খেলাধুলার প্রতি আগ্রহ থাকায় তিনি ওই ক্লাবে স্বেচ্ছাশ্রম দিতেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, মরদেহটি নবারুণ সংঘের কক্ষের ভেতরে পড়েছিল। স্থানীয়রা খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা এসে মরদেহ ও ক্লাবের ঘরের বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ওই ব্যক্তির শরীরে কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। এমনকী পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক বছর আগে স্ট্রোক করে তিনি হৃদরোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাকিব স্ট্রোক করে মারা গেছেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
সোহান মাহমুদ/এসআর