ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

২৫ হাজার করে টাকা পেলেন ৪২ ভিক্ষুক

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৪:১৮ পিএম, ২৫ এপ্রিল ২০২২

লক্ষ্মীপুরে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য ৪২ জন ভিক্ষুকের মাঝে ১০ লাখ ৫০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এ আর্থিক অনুদান দেওয়া হয়। এসময় অসহায়, গরিব ও অসুস্থ ২২১ জনকে ১১ লাখ ৫ হাজার টাকার আর্থিক সহযোগিতা করা হয়।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ প্রধান অতিথি হিসেবে এসব চেক উপকারভোগীদের হাতে তুলে দেন।

jagonews24

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন, শহর সমাজ সেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর প্রমুখ।

জেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে গরিব ও অসহায় ব্যক্তিদের চিকিৎসা এবং ভিক্ষাবৃত্তি রোধে বিকল্প কর্মসংস্থানের জন্য অনুদান দেওয়া হয়েছে। এরমধ্যে চিকিৎসার জন্য ২২১ জনকে পাঁচ হাজার টাকা করে ১১ লাখ ৫ হাজার টাকা দেওয়া হয়। এছাড়া পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য ৪২ জনকে ২৫ হাজার টাকা করে ১০ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করেছে। আমরা এখন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি।সবার কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আমরা অর্থনৈতিকভাবে আরও এগিয়ে যাবো। ভিক্ষাবৃত্তি বন্ধ করে কর্মসংস্থান সৃষ্টিতে সরকার গুরুত্ব দিচ্ছে। অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ একসময় উন্নত দেশে পরিণত হবে।

কাজল কায়েস/এসআর/এএসএম