সেন্টমার্টিনে লক্ষাধিক ইয়াবাসহ ৭ পাচারকারী আটক
আটক সাত ইয়াবা কারবারি
কক্সবাজারেরে সেন্টমার্টিনে এক লাখ দুই হাজার পিস ইয়াবাসহ সাতজনকে আটক করেছে কোস্টগার্ড।
সোমবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে সেন্টমার্টিনের পূর্বদিকের সমুদ্র এলাকায় থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. হামিদ হোসেন, হোসেন জোহার, মো. জোবায়ের, লাল মোহাম্মদ, মো. ইয়াসিন, বশির আহমদ ও মো. আলম। এরা সবাই রোহিঙ্গা ক্যাম্প ও টেকনাফের বাসিন্দা।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার লাবিব উসামা আহমাদুল্লাহ জানান, অভিযান চলাকালে একটি ফিশিং বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সেটিকে থামার সংকেত দেয়। কিন্তু বোটটি না থেমে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে জব্দ করতে সক্ষম হয়। পরে বোটটি তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো এক লাখ দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে জব্দকৃত ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত কাঠের নৌকা এবং আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আরএইচ/এএসএম