ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও | প্রকাশিত: ০৯:১৯ পিএম, ২৫ এপ্রিল ২০২২

ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) দুপুর ২টার দিকে পৌরসভার সেনুয়া নদীতে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর প্রীতম দাস (১৩) শহরের হলপাড়া মহল্লার সুমন দাসের ছেলে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ১টার দিকে প্রীতম তার বোনকে নিয়ে নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সে ডুবে গেলে তার বোনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। পরে তারা পরিবারের সদস্য ও ফায়ার সার্ভিসে খবর দেয়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, প্রায় ৩০ মিনিটের চেষ্টায় নদী থেকে ডুবে যাওয়া কিশোরের নিথর দেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তানভীর হাসান তানু/এমআরআর/এএসএম