নড়াইলে আনসার আল ইসলামের বিভাগীয় নেতা গ্রেফতার
নড়াইল থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের বিভাগীয় নেতা মো. রাসেল শেখ ওরফে সালমানকে গ্রেফতার করেছে র্যাব-৬।
নড়াইল সদর উপজেলার তালতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাসেল শেখ আউড়িয়া ইউনিয়নের তালতলা গ্রামের মো. রবিউল শেখ রবির ছেলে।
সোমবার রাতে র্যাব-৬ খুলনা সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৬ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৪টার দিকে নড়াইল জেলার সদর থানাধীন তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের বিভাগীয় নেতা মো. রাসেল শেখ ওরফে সালমানকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি র্যাবের কাছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। তাকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
হাফিজুল নিলু/এফএ/জেআইএম