ছাগল পেল ১২০ দরিদ্র পরিবার
ছাগল হস্তান্তর করা হচ্ছে
দরিদ্র ও অসহায় পরিবারকে সচ্ছল করার লক্ষ্যে নওগাঁয় ১২০টি ছাগল বিতরণ করেছে ইথেন এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় পৌর শহরের নওজোয়ান মাঠে এর উদ্বোধন করেন ইথেন এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআইর পরিচালক মো. ইকবাল শাহরিয়ার রাসেল।
এ সময় আরও উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটন ও রোকনুজ্জামান রোকনসহ অন্যরা।

ইকবাল শাহরিয়ার রাসেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার হাতকে শক্তিশালী করতেই বিভিন্ন সময়ে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী ও সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, কিছুদিন লালন-পালনের পর ছাগল থেকে বাচ্চা হবে। ছাগল বিক্রির অর্থ দিয়ে এক সময় তাদের পরিবারে সচ্ছলতা ফিরানোর পাশাপাশি সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। আগামীতেও এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখা হবে।
আব্বাস আলী/এসজে/জেআইএম