এবার নিজের ঘরে ঈদ করবেন তৃতীয় লিঙ্গের ২২ জন
ঘর পেয়ে খুশি তৃতীয় লিঙ্গের মানুষ
বরগুনায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন তৃতীয় লিঙ্গের ২২ জন। ভূমি ও গৃহহীন তৃতীয় লিঙ্গের এসব মানুষ এবার নিজের ঘরে ঈদ করবেন। তাদের সঙ্গে সদর উপজেলার আরও ৩০৭ জন ভূমি ও গৃহহীন ঘর পেয়েছেন।
মঙ্গলবার (২৬ এপ্রিল ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে জমির দলিল ও ঘরের চাবি প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঘর পাওয়া তৃতীয় লিঙ্গের মৌসুমি জাগো নিউজকে জানান, ১৩ বছর বয়সে পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে। এরপর তৃতীয় লিঙ্গের আরও ৮-১০ জনের সঙ্গে গুরু মায়ের ভাড়া বাসায় থাকতে হতো। তাতেও সমস্যার কমতি ছিল না। কোথাও বাসা ভাড়া মিলতো না, আবার মিললেও এক বা দুমাসের মধ্যে ছাড়তে হতো নানা মহলের চাপে। জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াতে হতো আমাদের।

তিনি বলেন, জীবনের যতগুলো ঈদ এসেছে তার মধ্যে এ বছরই সেরা উপহার মিলেছে। নিজের ঘরে এ বছর ঈদ করতে পারার আনন্দও প্রকাশ করেন তিনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের কমতি ছিল না তার বলা কথার মধ্যে।
বরগুনা সদর উপজেলার ভূমি কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, উপজেলায় ভূমি ও গৃহহীনদের মধ্য থেকে বাছাই করে ৩২৯ জনকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদান করা হয়েছে। নির্মাণাধীন আরও ১৭২ টির ঘর দেওয়া হবে। ঘরপ্রাপ্ত অসহায় মানুষগুলোকে স্বাবলম্বী করতে তাদের ছাগল, হাঁস, মুরগিসহ বিভিন্ন উপকরণও প্রদান করা হবে।
আরএইচ/এএসএম