বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুকুরে ডুবে ঝুমুর (৬) ও আব্দুল্লাহ (৭) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার সুমিলপাড়া রেললাইন সংলগ্ন একটি পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
ঝুমুর ভোলার চরফ্যাশন এলাকার জয়নালের মেয়ে এবং আব্দুল্লাহ বরগুনার আমতলী এলাকার রুবেল গাজীর ছেলে। তারা উভয়ই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকার মঞ্জুরের বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় ঝুমুর ও আব্দুল্লাহ। তাদের ধমকে বাসায় পাঠালে আবারও তারা পুকুরে গোসল করতে আসে। দুপুর ১টার দিকে দুই শিশুকে পুকুরে ভাসতে দেখেন এলাকাবাসী। পরে তাদের উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান