ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সোনামসজিদ স্থলবন্দরে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৪:০১ পিএম, ২৭ এপ্রিল ২০২২

ঈদে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে চারদিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার (২৭ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজু।

তিনি বলেন, আমদানি করা কিছু পচনশীল পণ্যের কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ভারতীয় মহিদপুর এক্সপোর্টাস অ্যাসোসিয়েশন ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ৪ মে পর্যন্ত বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। ৫ মে (বৃহস্পতিবার) থেকে যথারীতি বন্দরের সব কার্যক্রম চালু হবে।

সোহান মাহমুদ/আরএইচ/এএসএম