ভৈরবে বেড়েছে ছিনতাই
প্রতীকী ছবি
কিশোরগঞ্জের ভৈরবে আবারও বেড়েছে ছিনতাই। গত এক সপ্তাহে পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘটেছে পাঁচটিরও বেশি ছিনতাইয়ের ঘটনা। এসব ঘটনার অভিযোগে জয় (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৭ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার জয় পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার আসাদ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় একাধিক ছিনতাইয়ের মামলা আছে। তিনি দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.গোলাম মোস্তফা জাগো নিউজকে বলেন, ছিনতাইকারী জয় একজন দুর্ধর্ষ ছিনতাইকারী। তার বিরুদ্ধে থানায় একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে । এছাড়া শহরের ছিনতাই রোধে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে।
এসজে/এএসএম