ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জামালপুরে ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৭:২৮ পিএম, ২৮ এপ্রিল ২০২২

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২৫) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার আওনা ইউনিয়নের অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার রেলওয়ে স্টেশনের দক্ষিণে এ ঘটনা ঘটে।

সরিষাবাড়ী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মুজিবুল হক বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান অজ্ঞাতপরিচয় ওই তরুণী। শরীর থেকে তার মাথা আলাদা হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

মুজিবুল হক আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এখনো মেয়েটির পরিচয় শনাক্ত করা যায়নি। তবে থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

মো. নাসিম উদ্দিন/এসজে/জেআইএম