সাতক্ষীরায় ৮০ লাখ টাকার ভারতীয় থ্রিপিস উদ্ধার
সাতক্ষীরা শহরের একটি গোডাউনে অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা মূল্যের চার হাজার পিস ভারতীয় থ্রিপিস উদ্ধার করেছে টাস্কফোর্সের সদস্যরা। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শেখ শফিউল্লাহ মনির শহরের গোডাউনে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
এসময় গোডাউন থেকে চার হাজার পিস ভারতীয় থ্রিপিস জব্দ করা হয়। সাতক্ষীরা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল ও ৩৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোজাম্মেল হকের নেতৃত্বাধীন টাস্কফোর্স সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
সাতক্ষীরা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, জব্দকৃত থ্রিপিস বিজিবি সদর দফতর থেকে কাস্টমসে জমা দেয়া হবে। এগুলোর মূল্য আনুমানিক ৮০ লাখ টাকা।
এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন