হাসপাতালে আহত রোগীকে কোপালো প্রতিপক্ষরা
ঝিনাইদহ সদর হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি ফরিদ শেখ (৩০) নামের এক রোগীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ গ্রুপের সমর্থকরা।
সোমবার (২ মে) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ।
আহত ফরিদ শেখ শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামের সালেক শেখের ছেলে।
রোগীর স্বজন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রোববার (১ মে) রাতে শৈলকুপা উপজেলার আবাইপুর এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। তিনি আবাইপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার রাজ্জাকের সমর্থক। বর্তমান মেম্বার রবিউল ইসলামের সমর্থকরা তাকে ধরিয়ে দেন। এ ঘটনার জেরে সকালে আবাইপুর বাজারে রাজ্জাকের সমর্থকরা রবিউলের সমর্থকদের ওপর হামলা করেন। এ সময় উভয় গ্রুপের অন্তত ছয়জন আহত হন। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ওই ঘটনার জেরে দুপুরে সদর হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি ছিলেন আহত ফরিদ শেখ। এ সময় তার প্রতিপক্ষ রাজ্জাক গ্রুপের সমর্থকরা একটি থলে নিয়ে হাসপাতালে প্রবেশ করেন। পরে ফরিদ শেখের শয্যায় গিয়ে সেখান থেকে হাতুড়ি ও দা বের করে এলোপাতাড়ি কোপাতে ও পেটাতে থাকেন। এ সময় আশপাশে থাকা রোগী ও তাদের স্বজনরাও ছোটাছুটি করতে থাকে। এক পর্যায়ে হাসপাতালে কর্মরতরা ছুটে এলে তিনজন পালিয়ে যান এবং একজনকে আটক করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ঘটনার পরপরই পুলিশ হাসপাতালে গিয়ে এক কিশোরকে আটক করে। তবে এখনো কোনো মামলা হয়নি।
তিনি আরও বলেন, ‘সদর হাসপাতালের মতো একটা জায়গা এমন ঘটনায় পুলিশ অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে। এরই মধ্যে জড়িতদের শনাক্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফাল্গুনী রানী সাহা বলেন, ফরিদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের ছোট ছোট আঘাতের চিহ্ন রয়েছে। মারপিটেরও কিছু চিহ্ন রয়েছে। তবে সেটা খুব মারাত্মক না।
আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/এমএস