ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হিলির শূন্য রেখায় দুই বাংলার স্বজনদের মিলনমেলা

হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ০৩ মে ২০২২

এক পাশে ভারতে অপরপাশে বাংলাদেশ। মাঝখানে সীমানা বেষ্টনী কাঁটা তারের বেড়া। খুশির দিনে ভারতে থাকা স্বজনদের এক নজর দেখতে দিনাজপুরের হিলি সীমান্তে জড়ো হয়েছেন তিন শতাধিক মানুষ। এখানে সরাসরি কথা না বলতে পারলেও দূর থেকে স্বজনদের দেখে শান্তি খুঁজে নেন তারা।

মঙ্গলবার (৩ এপ্রিল) দুপুর হিলি সীমান্তে শূন্যরেখা জড়ো হতে থাকে দর্শনার্থীরা। এ এক অন্যরকম দৃশ্য। জড়ো হওয়া দর্শনাথীরা সীমানা ঘেঁষে দূরপাল্লার রেল লাইনে সেলফি তুলছেন। কেউ দূর থেকে দাঁড়িয়ে স্বজনদের সঙ্গে ইশারায় কথা বলছেন। বড়দের সঙ্গে ছোটরাও শামিল হয়েছেন এই ভিড়ে।

হিলির শূন্য রেখায় দুই বাংলার স্বজদের মিলনমেলা

সেখানে কথা হয় দিনাজপুর ফুলবাড়ী থেকে আসা আহসান হাবীব নামের একজনের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, আমার বাবার সাত ভাই। এরমধ্যে বাবা বাংলাদেশে থাকেন, বাকি চাচারা ভারতে। বেশ কিছুদিন ধরে তাদের সঙ্গে সরাসরি কথা হয়নি। ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে কথা হয়। আজকে সরাসরি কথা বলতে না পারলেও দূর থেকে এক নজর দেখে নিজেকে খুব খুশি লাগছে।

দিনাজপুর থেকে আসা মরিয়ম বিবি বলেন, পরিবারের সবাই ভারতে থাকে। চাচাকে দেখতে এসেছি। কাছে গিয়ে কথা বলতে পারলাম না দূর থেকে দেখে ভালো লাগলো।

হিলির শূন্য রেখায় দুই বাংলার স্বজদের মিলনমেলা

নাম প্রকাশ না করা শর্তে বিজিবির এক সদস্য বলেন, সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছি। দুই দেশের লোকজন ঈদের দিনে দুপাশে জমা হয় । তারা স্বজনদের সঙ্গে দেখা করতে আসে। কিন্তু নিরপাত্তার কারণে কাছে গিয়ে কথা বলার কোনো সুযোগ দেওয়া হয় না।

মো. মাহাবুর রহমান/এএইচ/জেআইএম