ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে বজ্রপাতে মৃত্যু

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০৪ মে ২০২২

ফরিদপুরের সালথায় বৃষ্টির মধ্যে গরু দেখতে গিয়ে রাকিবুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতে গরুটিও মারা যায়।

বুধবার (৪ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের দক্ষিণ গোপালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল ওই গ্রামের ছিরু মাতুব্বরের ছেলে।

এলাকাবাসী জানান, রাকিবুল ঢাকার একটি কোম্পানিতে চাকরি করতেন বলে তার পরিবার জানিয়েছে। ঈদের ছুটিতে এসে বজ্রপাতে প্রাণ হারালেন তিনি।

বজ্রপাতে রাকিবুলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু জাগো নিউজকে বলেন, রাকিব গরু দেখতে গোয়ালঘরে যাওয়ার সময় বজ্রাঘাতে তার মৃত্যু হয়।

এন কে বি নয়ন/এফএ/এমএস