ঘুরতে বেরিয়ে মাথায় গাছের ডাল পড়ে প্রাণ গেলো যুবকের
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে মাথায় গাছের ডাল পড়ে কৌশিক আলম খান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার চাচাতো ভাই।
বুধবার (৪ মে) বিকেল ৪টার দিকে দর্শনা বাসস্ট্যান্ডের অদূরে একটি কালভার্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৌশিক আলম খান আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামের শাহ আলম খানের ছেলে। আহত রাকিব হোসেন দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের সুলতান খানের ছেলে।
পুলিশ জানায়, ঈদে চাচার বাড়ি দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামে বেড়াতে যান কৌশিক। বিকেলে চাচাতো ভাই রাকিবকে নিয়ে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার দিকে ঘুরতে যাচ্ছিলেন। দর্শনা বাসস্ট্যান্ড পার হয়ে কালভার্টের সামনে রাস্তার পাশে সরকারি একটি মরা নিমগাছ কাটছিলেন কয়েকজন।
ওই সময় সেখানে তারা পৌঁছালে একটি গাছের ডাল কৌশিকের মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর জখম হন। আহত হন তার চাচাতো ভাই। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক কৌশিককে মৃত ঘোষণা করেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পর গাছ কাটা ব্যক্তিরা পালিয়ে গেছেন। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দীন কাজল/এসআর/এমএস