ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সৈকত ও আশপাশ থেকে ৪ শতাধিক রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৭:১৯ পিএম, ০৪ মে ২০২২

কক্সবাজার সমুদ্র সৈকতসহ আশপাশ থেকে ৪৪৩ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে নারী, শিশু ও কিশোর রয়েছে।

বুধবার (৪ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সৈকত থেকে টুরিস্ট পুলিশ ও আশপাশের এলাকা থেকে জেলা পুলিশ তাদের আটক করে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস।

cox

তিনি জানান, বেশকিছু রোহিঙ্গা সৈকতের বালিয়াড়ি ও আশপাশে ঘুরছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নারী, শিশু ও কিশোরসহ ৪৪৩ জনকে আটক করা হয়। তাদের ক্যাম্পের বাইরে যাওয়ার কথা ছিল না।

cox

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, সৈকতের বালিয়াড়িতে ঘোরাঘুরির সময় বেশ কিছু সংখ্যক রোহিঙ্গা বালক ও নারীদের আটক করে জেলা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

cox

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, সৈকত ও আশপাশ এলাকায় রোহিঙ্গাদের বিচরণ বাড়ার খবরে পৃথকভাবে অভিযান চালানো হয়। এসয়ম বেশ কিছু নারী-শিশু-কিশোর আটক হয়েছে। তাদের পরিচয় শনাক্তের পর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কাছে ট্রানজিট পয়েন্টে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

সায়ীদ আলমগীর/এএইচ/এমএস