ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাপ নেই দৌলতদিয়ায়, ভোগান্তি ছাড়াই ফিরছে মানুষ

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০৫ মে ২০২২

প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। ফলে যাত্রীসহ যাত্রীবাহী ও ব্যক্তিগত যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে দৌলতদিয়ায়। তবে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি ছাড়াই লঞ্চ ও ফেরিতে পদ্মা পাড়ি দিচ্ছেন কর্মস্থলগামীরা।

বৃহস্পতিবার (৫ মে) ঈদের তৃতীয় দিন বেলা ১১টার দিকে দৌলতদিয়া প্রান্তে এমন চিত্র দেখা যায়।

এদিকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ সামাল দিতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় ২০টি ফেরি ও ২১টি লঞ্চের ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। এবারের সুষ্ঠু ব্যবস্থাপনায় ঈদের আগে ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরেছেন যাত্রীরা।

ঈদ শেষে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করলেও চাপ নেই দৌলতদিয়ায়। ভোগান্তি ছাড়াই ফেরির নাগাল পাচ্ছেন কর্মস্থলগামীরা। এছাড়া লোকাল যাত্রীরাও নির্বিঘ্নে লঞ্চে পাড়ি দিচ্ছেন পদ্মা।

দৌলতদিয়া ঘাটের লঞ্চ মালিকের প্রতিনিধি মোফাজ্জেল জানান, এখনও ঢাকামুখি যাত্রীদের চাপ বাড়েনি। স্বাভাবিক সময়ের মতোই যাত্রীরা আসা-যাওয়া করছেন। তবে শুক্র ও শনিবার চাপ থাকবে। যাত্রী পারাপার নির্বিঘ্ন করতে এ রুটে ২১টি লঞ্চ চলাচল করছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে ছোট বড় ২০টি ফেরি চলাচল করছে। তবে এখনও যানবাহনের চাপ বাড়েনি। যাত্রীদের চাপ সামাল দিতে এরুটে পর্যাপ্ত সংখ্যক ফেরি রয়েছে। ঈদের আগের মতো ভোগান্তি ছাড়াই কর্মস্থলমুখি যাত্রীরা ফিরতে পারবে।

রুবেলুর রহমান/এফএ/জেআইএম