ঈদে ঘুরতে বেরিয়ে ইভটিজিং, দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫
টুঙ্গিপাড়ায় সংঘর্ষের ঘটনায় পুলিশ মোতায়েন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঈদ উপলক্ষে ঘুরতে বেরিয়ে ইভটিজিংয়ের শিকার হন মা ও মেয়ে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়ালে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
বুধবার (৪ মে) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার শ্রীরামকান্দি ও পাটগাতি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পার্ক করে রাখা চার-পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলা করা হয় কয়েকটি দোকান ঘরে।

আহতদের মধ্যে দুজন গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ও দুজন টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, ঈদ উপলক্ষে বুধবার সন্ধ্যায় উপজেলার পাটগাতি গ্রামের লিটু শেখের স্ত্রী ও মেয়ে মধুমতি নদীর পাটগাতি বাজার সংলগ্ন ঘাট এলাকায় ঘুরতে যান। ওই সময় শ্রীরামকান্দি গ্রামের কয়েকজন তরুণ তাদের ইভটিজিং করেন। এ নিয়ে পরবর্তীকালে শ্রীরামকান্দি ও পাটগাতি গ্রামের বাসিন্দারা জমায়েত হলে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম সুলতান মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
বৃহস্পতিবার বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি বলেও জানান ওসি।
এমআরআর/এএসএম