ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিখোঁজের পরদিন নদীতে মিললো মরদেহ

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ০৮:২৩ পিএম, ০৫ মে ২০২২

কুষ্টিয়ার কুমারখালী সৈয়দ মাসুদ রুমি সেতুর নিচ থেকে ভাসমান অবস্থায় মাসুদ খাঁ (৪১) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মে) দুপুর ২টায় মরদেহটি নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত মাসুদ খাঁ কুষ্টিয়া শহরতলীর চড় মিলপাড়া এলাকার হোসেন খাঁর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, ঈদের পরের দিন (৪ মে) ভোর ৪টা থেকে নিখোঁজ ছিলেন মাসুদ খাঁ। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। বৃহস্পতিবার দুপুরে নদীতে তার মরদেহ ভাসতে দেখা যায়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আল মামুন সাগর/এসআর/এএসএম