দৌলতদিয়া দিয়ে ২৪ ঘণ্টায় ঢাকার পথে সাড়ে ৬ হাজার যানবাহন
দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যানবাহনের চাপ বেড়েছে
ঈদ শেষে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট ব্যবহার করে কর্মস্থলে ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাটে পাল্লা দিয়ে বাড়ছে যাত্রী ও যানবাহনের চাপ।
দৌলতদিয়া প্রান্তের দীর্ঘ ভোগান্তি ও অপেক্ষা ছাড়াই যাত্রীরা এবার ফেরি ও লঞ্চে উঠতে পারছেন। তবে অনেক সময় পন্টুনে ফেরির জন্য অপেক্ষায় থাকতেও দেখা গেছে যাত্রীদের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া ফেরিঘাট ব্যবহার করে প্রায় সাড়ে ছয় হাজার যানবাহন নদী পার হয়ে ঢাকামুখী হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো সিরিয়াল ও যাত্রী ভোগান্তি নেই। যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে ২১টি ফেরির মধ্যে আজ ১৯টি চলাচল করছে। দুইটি ফেরি রেডি আছে, চাপ বাড়লে বহরে যোগ করা হবে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ছয় হাজার যানবাহন নদী পার হয়েছে। এর মধ্যে বাস ৮৮১টি, ট্রাক ৮১২টি, ছোট গাড়ি ৩ হাজার ৮০৮টি। এছাড়া ৯৫৪টি মোটরসাইকেল পার হয়েছে।
রুবেলুর রহমান/এমআরআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা