ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হিলিতে পাম্পে মিলছে না পেট্রল-অকটেন

হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০৩:১৪ পিএম, ০৬ মে ২০২২

দিনাজপুরের হিলিতে পাম্পে মিলছে না পেট্রল ও অকটেন। এতে ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা। দেশের ডিপোগুলোতে তেল সংকটের কারণে পাম্পগুলোতে সরবরাহ নেই বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা।

হাকিমপুর উপজেলায় কেবল একটি ফিলিং স্টেশন রয়েছে। শুক্রবার (৬ মে) সকাল ১০টায় সেই মেসার্স হিলি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, সেখানকার পেট্রল ও অকটেন ট্যাংকগুলো বন্ধ করে রাখা হয়েছে।

গত রোববার পেট্রল শেষ হয়েছে। অকটেন কিছুটা থাকলেও সেটিও বৃহস্পতিবার শেষ হয়ে যায়। যে কারণে বন্ধ রয়েছে পেট্রোল ও অকটেন বিক্রি। এতে ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল আরোহীরা।

পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেল চালক সোহেল রানা বলেন, হঠাৎ করে পাম্পে তেল নেই। আমরা যারা মোটরসাইকেল চালক আছি তারা খুব বিপদে পড়েছি।

আরেক মোটরসাইকেল চালক সোহান বলেন, পেট্রল না পাওয়ার কারণে আমরা চরম দুর্ভোগে আছি। গতকাল থেকে আবার অকটেনও পাওয়া যাচ্ছে না। ঈদের সময় আত্মীয়-স্বজনদের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি, এখন তেল না পাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে।

hili1

তিনি আরও বলেন, উপজেলাতে একটাইমাত্র তেল পাম্প। সেটাতেও কোনো পেট্রল-অকটেন পাওয়া যাচ্ছে না। এটি পাম্প মালিকদের কোনো ধরনের সিন্ডিকেট, নাকি ডিপোতে সরবরাহ নেই বিষয়টি প্রশাসনের খতিয়ে দেখা দরকার।

জানতে চাইলে মেসার্স হিলি ফিলিং স্টেশনের ম্যানেজার গোলাম রব্বানী বলেন, আমরা প্রায় ১৫ দিন থেকে পেট্রল দিতে পারছি না। দুইদিন থেকে অকটেনের সরবরাহও নেই। ডিপোতে গাড়ি পাঠিয়েছি। কিন্তু তারাও সরবরাহ দিতে পারছে না। তারা বলছেন, ডিপোতেও নাকি তেল সরবরাহ নেই। এজন্য বিশেষ করে মোটরসাইকেল চালকরা বিপাকে পড়েছেন। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সমস্যা সমাধানে।

তিনি আরও বলেন, পার্বতীপুর, বাঘাবাড়িসহ যেসব ডিপো থেকে তেল আনা হয় সব জায়গায় যোগাযোগ করেছি। তারা বলছেন, তাদের কাছেও তেল নেই। প্রায় পাঁচ-ছয়দিন থেকে আমরা কোনো ধরনের পেট্রল পাইনি।

মো. মাহাবুর রহমান/এমআরআর/এমএস