ইয়ারফোন কানে ট্রেনের ছাদে কিশোর, সেতুতে ধাক্কা লেগে মৃত্যু
নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথে কমিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) বিকেলে সদর উপজেলার কংশ নদের ওপর ঠাকুরাকোনা রেলব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম শাহরিয়ার ইসলাম স্বপ্ন। সে আটপাড়া উপজেলার দুওজ গ্রামের তোফায়েল আহমেদের ছেলে। সে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ স্টেশন থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনের ছাদে চরে গন্তব্যে যাচ্ছিল শাহরিয়ার ইসলাম। ট্রেনটি ঠাকুরাকোনা রেলব্রিজে পৌঁছালে কানে ইয়ারফোন লাগিয়ে সে দাঁড়িয়ে পড়ে। এ সময় ব্রিজের রেলিংয়ে মাথায় আঘাত লেগে ট্রেন থেকে পড়ে যায়। পরে নেত্রকোনা স্টেশন থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এইচ এম কামাল/এসআর/এএসএম