ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

১৫ ঘণ্টায়ও ফেরিঘাটে পৌঁছাতে পারেননি হাবিবউল্লাহ

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ০৭ মে ২০২২

২০ থেকে ৩০ মিনিটের পথ ১৫ ঘণ্টায়ও পাড়ি দিয়ে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পৌঁছাতে পারেননি হাবিবউল্লাহ। এতে স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে তিনি পড়েছেন চরম বিপাকে।

হাবিবউল্লাহ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন। স্ত্রী-সন্তানকে নিয়ে ফেরির জন্য দৌলতদিয়া সড়কে শুক্রবার (৬ মে) রাত সাড়ে ১২টা থেকে বাসে অপেক্ষা করছেন। শনিবার (৭ মে) বিকেল ৩টায় তিনি পৌঁছান দৌলতদিয়ার পুলিশবক্স এলাকায়। যেখান থেকে ঘাটের দূরত্ব আরও এক কিলোমিটার। এ অবস্থায় গরমে অতিষ্ট হয়ে শিশুকে নিয়ে বাসের বাইরে এসে হাতপাখা দিয়ে বাতাস করছেন।

শনিবার বিকেল ৩টার দিকে দৌলতদিয়া পুলিশবক্স এলাকায় এমন চিত্র দেখা যায়।

১৫ ঘণ্টায়ও ফেরিঘাটে পৌঁছাতে পারেননি হাবিবউল্লাহ

বাসযাত্রী হাবিবউল্লাহ বলেন, ভেবেছিলাম ঢাকায় গিয়ে অফিস করবো। অফিস তো দূরের কথা বিকেল হয়ে আসলো এখনো দৌলতদিয়া ঘাটেই যেতে পারলাম না। গতকাল সন্ধ্যায় সাতক্ষীরা থেকে স্ত্রী ও শিশুসন্তান নিয়ে এসপি গোল্ডেন লাইনের একটি বাসে রওয়ানা হয়ে রাত সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছি।

তিনি আরও বলেন, রাত ও দিন ঘাটেই গেটে গেলো। গরম আর সহ্য হচ্ছে না, গরমে শিশু বাচ্চা অতিষ্ট হয়ে পড়ছে। যে কারণে বাস থেকে নেমে হাঁটাচলা করছি। বাসে কিছু মালামাল আছে, তাই নেমে যেতে পারছি না। এখন বাসের ছাদ গরম হয়ে উঠেছে। কোনোভাবেই বাসের ভেতর থাকতে পারছি না। অনেক যাত্রীই এমন দুর্ভোগ পোহাচ্ছেন। আমাদের দুর্ভোগের শেষ নেই।

১৫ ঘণ্টায়ও ফেরিঘাটে পৌঁছাতে পারেননি হাবিবউল্লাহ

হাবিবউল্লাহর মতো মাহিম তার ঢাকামুখী বোন ও ভাগ্নিকে নিয়ে পড়েছেন বিপাকে। রাত দেড়টায় ঘাটে এসেও ফেরি পাননি। তারা খুলনা থেকে সোহাগ পরিবহনের একটি বাসে ঢাকায় যাচ্ছেন।

এদিকে সময় বাড়ার সঙ্গে দৌলতদিয়া প্রান্তের সড়কে যানবাহনের লাইন আরও দীর্ঘ হচ্ছে। বিকেল ৩টা পর্যন্ত সড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়েছে। এছাড়া দৌলতদিয়া ঘাটমুখী আঞ্চলিক সড়কে রয়েছে ছোট গাড়ি, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলের চাপ। ফলে ঢাকামুখী যাত্রীরা বেশ দুর্ভোগে পড়েছেন।

যানজটে খাবার ও বাথরুমের সমস্যায় পড়ছেন চালক ও যাত্রীরা। অনেকে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছেন।

১৫ ঘণ্টায়ও ফেরিঘাটে পৌঁছাতে পারেননি হাবিবউল্লাহ

অপরদিকে, যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ছোট গাড়িগুলোকে মহাসড়কের পাশের ঘাটমুখী আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঘাটে যেতে অনুরোধ করছেন পুলিশ সদস্যরা।

দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, যানবাহন এসে পার হয়ে যাচ্ছে। কিন্তু অতিরিক্ত যানবাহন এলে করার কী আছে। গত ২৪ ঘণ্টায় ছোট-বড় প্রায় ৯ হাজার যানবাহন পার হয়েছে।

রুবেলুর রহমান/এমআরআর/জেআইএম