ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নেত্রকোনায় চাচাতো ভাইয়ের হামলার আহত ব্যক্তির মৃত্যু

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ১১:১৮ এএম, ০৮ মে ২০২২

নেত্রকোনার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় আহত হওয়ার ১২ দিন পর আতাবুর রহমান আকন্দ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (৭ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিসি মারা যান। নিহত আতাবুর রহমান উপজেলার সান্দিকোনা ইউনিয়নের বাঘবেড় গ্রামের তাহের উদ্দিন আকন্দের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আপন চাচাতো ভাই সাহাবুদ্দিন আকন্দের (৭২) পরিবারের সঙ্গে আতাবুর রহমান আকন্দের দীর্ঘদিন ধরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে ২৪ এপ্রিল দুপর দেড়টার দিকে বসতঘরে ঢুকে আতাবুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন তার চাচাতো ভাই ও তার পরিবার। এ সময় আতাবুরকে বাঁচাতে গিয়ে ভাতিজা ইমরান আকন্দ (১৫) গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠান।

এদিকে আতাবুরের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে আতাবুর মারা যান।

এদিকে এ ঘটনায় ২৫ এপ্রিল নিহতের বড় ভাই লুৎফর রহমান আকন্দ বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলায় নিহতের চাচাতো ভাই সাহাবুদ্দিন আকন্দ (৭২), স্ত্রী হাবিবা আক্তার (৬০) ও ছেলে সাইদুল হাসান ওরফে ইমন আকন্দ (৩৩), এনামুল আকন্দ (২২), মৃত সামছুদ্দিনের ছেলে সাইফুল আকন্দকে (৫৫) অভিযুক্ত করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জাগো নিউজকে বলেন, এ ঘটনায় নিহতের বড় ভাই একটি মামলা করেছিলেন। আসামিরা জামিনে মুক্ত রয়েছেন। মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।

এইচ এম কামাল/এসজে/এমএস