ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বোনকে বাঁচাতে গিয়ে মারা গেলো ভাইও

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও | প্রকাশিত: ০২:৩০ পিএম, ০৮ মে ২০২২

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরে ডুবে চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে। রোববার (৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের মধুডাংগী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- স্থানীয় জহিরুল ইসলামের ছেলে রুমিন ইসলাম (৫) ও শফিকুল ইসলামের মেয়ে শোভা আক্তার (৪)। তারা দুজনে চাচাতো ভাই বোন।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের বরাতে ওসি জানান, বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল দুই ভাইবোন। এ সময় শোভা হঠাৎ পুকুরে পড়ে যায়। তাকে ডুবতে দেখে ৫ বছরের রুমিন বাঁচানোর চেষ্টা করলে সেও ডুবে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা পুকুরে নেমে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।

তানভীর হাসান তানু/এফএ/এমএস