রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ
বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন ডায়নামিক স্টিল কমপ্লেক্সের শ্রমিকরা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন ডায়নামিক স্টিল কমপ্লেক্সের শ্রমিকরা। রোববার (৮ মে) সকালে উপজেলার ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
পুলিশ ও শ্রমিকরা জানান, ওই স্টিল কমপ্লেক্সে শতাধিক শ্রমিকের তিনমাসের বেতন বকেয়া রয়েছে। ঈদের আগে বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ দেননি। পরে ঈদের পরে বেতন দেওয়া হবে বলে শ্রমিকদের ছুটি দেন কারখানা মালিক। রোববার ঈদের ছুটি শেষে কাজে যোগ দিতে কারখানায় ঢুকতে গেলে তাদের বাধা দিয়ে গেট বন্ধ করে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে পুলিশ মালিক পক্ষের সঙ্গে কথা বলে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হন।
শিল্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তারেক বলেন, শ্রমিকদের কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা আজকের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছেন। শ্রমিকেরাও কর্তৃপক্ষের প্রতিশ্রুতি মেনে শান্ত হন।
আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান