ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লন্ডনের টাওয়ার হ্যামলেটসের স্পিকারকে সুনামগঞ্জে সংবর্ধনা

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৬:২৪ পিএম, ০৮ মে ২০২২

লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার মোহাম্মদ আহবাব হোসাইনসহ তার সঙ্গে বাংলাদেশ সফরে আসা প্রতিনিধি দলকে সুনামগঞ্জে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (৮ মে) দুপুরে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতের উদ্যোগে পৌর মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে লন্ডন টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোহাম্মদ আহবাব হোসাইন ছাড়াও বক্তব্য দেন তার সঙ্গে আসা প্রতিনিধি দলের সদস্য লন্ডন অ্যাসেম্বলির সদস্য উমেশ দেশাই, লন্ডন টি এক্সেঞ্জের সিইও শেখ অলিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক আবদুল করিম নাজিম, লন্ডন সিটি কাউন্সিলের কাউন্সিলম্যান মনসুর আলী, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ সোনাহর আলী ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ শহিদুল আলম রতন।

পৌরসভার পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয়। এর আগে সুনামগঞ্জ পৌরসভায় এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিরা।

লন্ডনের টাওয়ার হ্যামলেটসের স্পিকারকে সুনামগঞ্জে সংবর্ধনা

অনুষ্ঠানে লন্ডন টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোহাম্মদ আহবাব হোসাইন তার বক্তব্যে বলেন, আমি ব্রিটিশ বাংলাদেশি হলেও অন্তরে বাংলাদেশ এবং বঙ্গবন্ধু সবসময় আছেন। আমরা সেখানকার মূল ধারার রাজনীতিসহ সব ক্ষেত্রে ভূমিকা রাখছি। কিন্তু আমাদের শেকড় বাংলাদেশে, এটি আমরা কখনো ভুলি না। আমাদের চিন্তা-ভাবনাজুড়ে সবসময় বাংলাদেশ ও দেশের মানুষেরা আছেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে অতিথিরা সুনামগঞ্জ পৌর শহরের কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখেন।

লিপসন আহমেদ/এসআর/জেআইএম