সিএমএইচে ভর্তি খুলনা সিটি মেয়র, পাঠানো হবে সিঙ্গাপুর
উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেককে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার সিএমএইচে পাঠানো হয়েছে। সেখান থেকে তাকে সিঙ্গাপুরে পাঠানো হবে বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে।
রোববার (৮ মে) বিকেল সাড়ে ৪টায় শহীদ শেখ আবু নাসের হাসপাতাল থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।
মেয়রের সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী এবং পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুব নাহার ও ভাইজি মেঘলা।
শহীদ শেখ আবু নাসের হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেন।
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেন, মেয়র তালুকদার আব্দুল খালেক আগামী ১৫ মে পর্যন্ত সিএমএইচে চিকিৎসাধীন থাকবেন। এরপর তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে।
তিনি আরও জানান, মেয়রের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।
সিটি মেয়রকে এগিয়ে দিতে হেলিপ্যাডে উপস্থিত হন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি পরিচালক শেখ সোহেল, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, প্যানেল মেয়র আমিনুল হক মুন্না, কাউন্সিলর আনিস বিশ্বাস, নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
এর আগে শনিবার (৭ মে) ডায়াবেটিস, ইউরিন সমস্যা ও জ্বরে আক্রান্ত হয়ে খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতালে ভর্তি হন মেয়র তালুকদার আব্দুল খালেক।
আলমগীর হান্নান/এসআর/জিকেএস