ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন রেলমন্ত্রীর স্ত্রীর ভাগনে

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ১০:০৩ পিএম, ০৮ মে ২০২২

সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন রেলমন্ত্রীর স্ত্রীর বোনের ছেলে ইমরুল কায়েস প্রান্ত। রোববার (৮ মে) তদন্ত কমিটির কাছে বক্তব্য দিতে এসে সাংবাদিকদের দেখে তিনি কিছুটা উত্তেজিত হয়ে ওঠেন। তিনি বলেন, সাংবাদিকরা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করেছেন।

আলোচিত এ ঘটনায় অভিযুক্ত, অভিযোগকারী ও সংশ্লিষ্টদের নিয়ে সকাল ১০টা থেকে তদন্ত শুরু হওয়ার কথা ছিল। তবে পাকশী বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তার (এটিও) কার্যালয়ে তদন্তের কার্যক্রম শুরু হয় দুপুর ১২টার পরে।

ঘটনার রাতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কর্তব্যরত ছিলেন ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) শফিকুল ইসলাম। আনুষ্ঠানিক তদন্তের শুরুতেই তার বক্তব্য নেওয়া হয়।

তদন্ত কমিটির প্রধান এটিও সাজেদুল ইসলাম বাবু জানান, তদন্তের প্রথম দিনে আজ আটজনকে ডাকা হয়েছে। তারা অভিযুক্ত, অভিযোগকারী ও ওই ট্রেনে কর্তব্যরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।

এক পর্যায়ে বক্তব্য দিতে ইমরুল কায়েস প্রান্ত পাকশী বিভাগীয় রেলওয়ে কন্ট্রোল রুমে প্রবেশ করেন। এ সময় সাংবাদিকরা কথা বলতে চান। সেখানে থাকা সাংবাদিকরা জানান, ইমরুল কায়েস প্রান্ত সাংবাদিকদের দেখেই রেগে যান। তিনি বলেন, ‌‘আপনারা ছোট একটি বিষয়কে অহেতুক জটিল করেছেন।’ এত কিছুর জন্য তিনি সাংবাদিকদের দায়ী করেন।

সংক্ষিপ্ত কিছু কথা বলেই পাকশী বিভাগীয় রেলওয়ে কন্ট্রোল রুমে অবস্থান নেন প্রান্ত। পরে সাংবাদিকরা অবস্থানকালীন তিনি তদন্ত কমিটির কাছ থেকে বের হননি।

এর আগে শনিবার (৭ মে) মন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়া সেই তিন যাত্রীর একজন ইমরুল কায়েস প্রান্তের মা ইয়াসমিন আক্তার নিপা বলেছিলেন, ‘রেলমন্ত্রীর স্ত্রী শাম্মী আক্তার মনির ফোনের পরই টিটিই বরখাস্ত হন।’ নিপা মন্ত্রীপত্নীর মামাতো বোন।

এদিকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের স্ত্রীর পক্ষের আত্মীয়দের জরিমানা করা টিটিই শফিকুল ইসলামের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে বরখাস্তের আদেশ প্রদানকারী পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে শোকজ (কারণ দর্শানো) করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রোববার বিকেলে এ শোকজ করা হয়েছে।

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনার তদন্তের মেয়াদ বুধবার (১১ মে) পর্যন্ত বাড়ানো হয়েছে।

কারণ দর্শানোর নোটিশসহ টিটিইকে বরখাস্তের বিষয়ে কথা বলতে চাইলে রাজি হননি পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা ডিসিও নাসির উদ্দিন।

পাবনার ঈশ্বরদী রেল জংশন থেকে বৃহস্পতিবার (৫ মে) দিনগত রাতে টিকিট ছাড়া ট্রেনে ওঠেন ‘রেলমন্ত্রীর আত্মীয়’ পরিচয়দানকারী তিন যাত্রী। টিকিট না কাটলেও তারা রেলের এসি কেবিনের সিট দখল করেন। এ কারণে রেলের টিটিই তাদের জরিমানা করেন।

পরে ‘রেলমন্ত্রীর আত্মীয়’ পরিচয়দানকারী ওই তিন যাত্রী তাদের সঙ্গে অসদাচরণ করা হয় বলে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে অভিযোগ করেন। এতে টিটিই শফিকুল ইসলামকে ওইদিন রাতেই সাময়িক বরখাস্ত করে রেল কর্তৃপক্ষ। সাময়িক বরখাস্তাদেশ শুক্রবার (৬ মে) থেকে কার্যকর হয়েছিল।

আমিন ইসলাম জুয়েল/এসআর