ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অবশেষে খাদ্য সহায়তা নিলেন বান্দরবানের ৩ পাড়াবাসী

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০৯ মে ২০২২

অবশেষে জেলা প্রশাসনের ফিরিয়ে দেওয়া সেই খাদ্য সহায়তা নিলেন বান্দরবানের লামা উপজেলার তিন পাড়ার বাসিন্দারা।

সোমবার (৯ মে) বিকেলে উপজেলা পরিষদে আগুনে ক্ষতিগ্রস্ত লাংকম ম্রো পাড়া, জয়চন্দ্র ত্রিপুরা পাড়া ও রেংয়ান ম্রো পাড়ার ৩৬ পরিবারকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।

এর আগে রোববার (৮ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তফা জাবেদ কায়সার খাদ্য সহায়তা নিয়ে গেলে সেটি ফিরিয়ে দেন তিন পাড়ার বাসিন্দারা

jagonews24

এ বিষয়ে জানতে চাইলে লাংকুম ম্রো, সংলে ম্রো, হামমতি ত্রিপুরা, জয়চন্দ্র ত্রিপুরা, রুইপাও ম্রো বলেন, ‘সেদিন ইউএনওর পেছনে লামার রাবার কোম্পানির লোকজন ছিল। তাই আমরা ভেবেছি এগুলো তাদের দেওয়া ত্রাণ সহায়তা। তাই নেইনি।’

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তফা জাবেদ কায়সার জাগো নিউজকে বলেন, জেলা প্রশাসনের পক্ষে আমি ত্রাণগুলো ক্ষতিগ্রস্ত লোকজনের হাতে তুলে দিয়েছি। দিতে পেরে আনন্দিত। প্রতি পরিবারকে ১০ কেজি চাল, আধাকেজি ডাল, আধাকেজি লবণ, ২ লিটার পানির বোতল, এক কেজি মুড়ি, এক কেজি চিড়া দেওয়া হয়েছে। তাদের জন্য ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।

নয়ন চক্রবর্তী/এসজে/এএসএম