ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি | শেরপুর | প্রকাশিত: ০৪:২৮ পিএম, ১০ মে ২০২২

শেরপুরে যৌতুকের দাবিতে নির্যাতনে স্ত্রী হত্যা মামলায় স্বামী ফুরকান আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

ফুরকান আলী শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের চেল্লাকান্দি এলাকার ময়দান আলীর ছেলে। মামলার পর থেকেই তিনি পলাতক।

মামলায় অপর তিন আসামি ফুরকানের বাবা ময়দান আলী, মা ফুলেতন বেগম ও আত্মীয় সওদাগর আলীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেন আদালত।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুলের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম কিবরিয়া বুলু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালের ২ জুলাই রাতে যৌতুক আদায়ে ব্যর্থ হয়ে স্ত্রী জহুরা বেগমকে মারপিট ও শ্বাসরোধে হত্যা করেন ফুরকান আলী। পরে মরদেহ ঘরে ঝুঁলিয়ে রাখেন।

ঘটনার পরদিন ফুরকান আলী, তার বাবা-মা ও দুই আত্মীয়সহ পাঁচজনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা করেন জহুরা বেগমের বড় ভাই ফজলুল হক।

মামলার তদন্ত শেষে একই বছরের ২০ নভেম্বর চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন শ্রীবরদী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আমিন খান।

মামলায় একমাত্র ময়দান আলী (ফুরকান আলীর বাবা) ছাড়া অপর তিন আসামি পলাতক।

ইমরান হাসান রাব্বী/এসআর/এমএস