ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৬:৪১ পিএম, ১০ মে ২০২২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে তাহসিন (১১) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মে) দুপুরে উপজেলার মুকুন্দি এলাকায় এ ঘটনা ঘটে।

তাহসিন ওই এলাকার আহাম্মদ মিয়ার ছেলে। সে স্থানীয় আলিয়া মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, প্রতিবেশীর ভবনের পাশে বিদ্যুতের খোলা তারের সঙ্গে তার বাম হাতের স্পর্শ লাগে। সঙ্গে সঙ্গে দূরে ছিটকে পড়ে তাহসিন। পরে আশপাশের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাহসিনের মা কারিমা বেগম বলেন, পাশের বাড়িতেই খেলা করছিল তাহসিন। হঠাৎ শুনি তার শরীরে বিদ্যুৎ লাগছে। লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেছে। পরে হাসপাতালে গিয়ে দেখি নিথর অবস্থায় মরদেহ পড়ে আছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। আমরা এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখছি।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এএসএম